নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — একদিকে রাজুজুড়ে লাগাতার বৃষ্টি,অন্যদিকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বন্যার পরিস্থিতি।গত কয়েকদিন ধরেই মুসলধার বৃষ্টির কারণে নাজেহাল সাধারণ মানুষ।ঠিক তখনই মালদা নালাগোলা রাজ্য সড়কে আইহো ব্রিজে গোড়ায় বড়সড় গর্ত দেখা যায়।সে গর্ত দেখে চাঞ্চল ছড়িয়ে পড়ে, হবিবপুর থানার আইহো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়দিন বৃষ্টির কারণে মালদা নালাগোলা রাজ্য সড়ক আইহো ব্রিজের গোড়ায় বড়োসড়ো গর্ত তৈরি হয়েছে বলে অনুমান।যেকোনো সময়ই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভয়াবহ অবস্থায় রয়েছে ব্রিজ ওঠার মুহূর্ত জায়গায়। এলাকাবাসী এদিন সকালে বাজার করতে এসে রাস্তাতে ব্রিজের গোড়ায় বড় গর্ত দেখতে পান। ব্রিজের গোড়ায় বড়োসড়ো গর্ত হয়েছে যে কোন মুহূর্তে বড়সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আস i স্ট্যান্ডের দায়িত্বে থাকা সেভিক ভলেন্টিয়াররা।হবিবপুর থানার পুলিশ, পক্ষ থেকে ওই গর্ত আশেপাশে ব্যারিকেট ও লাল ফিতা দিয়ে বেঁধে দেওয়ার ব্যবস্থা করে।