রাজ্যের প্রথম পরিযায়ী শ্রমিকদের সাহায্যর লক্ষ্যে পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র খোলা হল খড়গপুর স্টেশনে।

0
241

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – এবার এই রাজ্য থেকে যেসব পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছেন সেই সব পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্নভাবে সাহায্য করার লক্ষ্যে এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজ্য সরকার, রাজ্যের প্রথম দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর স্টেশন চত্বরে খোলা হল পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র, মূলত যেসব শ্রমিক এই রাজ্য থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন রেল জিআরপি, বৃহস্পতিবার এই পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করলেন এসআরপি দেবশ্রী সান্যাল, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য রেল পুলিশের কর্মকর্তারা, পাশাপাশি এই দিন খড়গপুর স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের হাতে একটি করে ফ্রম দেওয়া হয়, পাশাপাশি তাদের জানানো হয় তাদের যদি কোন সমস্যা হয় তাহলে এই সহায়তা কেন্দ্রের সঙ্গে অবশ্যই তারা যোগাযোগ করে, এই দিন এসআরপি দেবশ্রী সান্যাল জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকারের এই উদ্যোগ,এতে বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে যেমন পরিবারের সঙ্গে যোগাযোগ না করতে পারলে, এই সহায়তা কেন্দ্রের দ্বারা তাদের সমস্যা সমাধান হবে, পাশাপাশি বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে যদি স্বাভাবিক ভাবে মৃত্যু হয় এবং কোন দুর্ঘটনায় মৃত্যু হলে তাহলে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার, পাশাপাশি তিনি আরো জানিয়েছেন এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে একটি অ্যাপ চালু করা হয়েছে যেখানে রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম্বার অন্তর্ভুক্তি করানো হচ্ছে তাদের রাজ্যের তরফে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে, তবে এরাজ্যে এই প্রথম খড়গপুর রেল স্টেশন চত্বরে পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র গড়ে উঠেছে বলে তিনি জানিয়েছেন।