দূর্গা পূজা উপলক্ষে ১৫ জন মেয়ে মিলে রানাঘাটে তৈরি করছে বৌদ্ধ গুম্ফা।

0
493

নদীয়া,নিজস্ব সংবাদদাতা:-  মেয়েরাই জানাচ্ছে মায়ের আগমন। দূর্গা পূজা উপলক্ষে ১৫ জন মেয়ে মিলে রানাঘাটে তৈরি করছে বৌদ্ধ গুম্ফা। নদীয়ার রানাঘাট ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের এবারের ৬১ তম দূর্গা পুজো উপলক্ষে বিশ্বকে শান্তির বার্তা দিতে তারা তৈরি করতে চলেছেন বৌদ্ধ-গুম্ফা। আর এই মন্ডপসজ্জা দিনরাত এক করে তৈরি করে যাচ্ছে শুধুমাত্র জনা ১৫ মহিলা মিলে। মূলত মেয়েদের হাতেই তৈরি এই বৌদ্ধগুম্ফা এবারে হতে চলেছে রানাঘাটে অন্যতম আকর্ষণ। ক্লাবের পুজো কর্মকর্তাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল চারিদিকে যে যুদ্ধ হিংসার দামামা বাজছে তার থেকে রেহাই পেতে শারদোৎসবের মধ্যে দিয়ে বিশ্ববাসীকে শান্তির বার্তা দেওয়ার। সেই মতো তারা যোগাযোগ করেন রানাঘাটের স্বনামধন্য চিত্রশিল্পী সঞ্জু কুন্ডুর সঙ্গে। এরপরেই তাদের সম্মিলিত আলোচনায় ঠিক হয় এবারে 61 তম দূর্গাপুজোয় তারা তৈরি করবেন বৌদ্ধগুম্ফা। এবং বিশ্ববাসীকে দেবেন শান্তির বার্তা। তবে এখানেই শেষ নয়, সম্পূর্ণই প্যান্ডেলটির কারুকার্য তৈরি করবে প্রত্যেক মহিলা চিত্রশিল্পীরা মিলে। এবং সেই থেকে আজও দিনরাত এক করে নিরন্তর ভাবে জনা ১৫ মহিলা চিত্রশিল্পী মিলেই তৈরি করে চলেছে মন্ডপসজ্জার কারুকার্য। তবে এই সমস্ত মহিলা শিল্পীরা কেউ পেশাগতভাবে চিত্রশিল্পী নন। তারা বেশিরভাগই পড়ুয়া কিংবা গৃহবধূ। তবে প্রত্যেকেই চিত্রশিল্পী সঞ্জু কুন্ডুর কাছে তাদের চিত্রকলার প্রশিক্ষণ নিয়ে থাকেন। যদিও শিল্পী সঞ্জু কুন্ডুর কলকাতার মন্ডপ সজ্জার কাজের ব্যস্ততার কারণে সেইভাবে প্রতিদিন সময় দিতে পারেন না রানাঘাটের এই পূজা মন্ডপে। তবে তারই সহশিল্পী বাবুল ঢালীর নেতৃত্বে প্রতিদিন ধীরে ধীরে রানাঘাটের বুকে মেয়েরা সম্মিলিতভাবে গড়ে তুলছেন এই বৌদ্ধগুম্ফা।মহিলা শিল্পীদের সুনিপুণ এই কাজ দেখে খুশি ক্লাব কর্তৃপক্ষরাও। ক্লাবের সম্পাদক অভিষেক তরফদার বলেন, প্রত্যেক বছর আমরা নতুনত্ব করি দুর্গাপুজো এইবার”চারিদিকে যুদ্ধ ও দাঙ্গার দামামা চলছে। সেই কারণে আমরা আমাদের থিমটিকে করেছি শান্তির খোঁজে। তবে শুধুমাত্র ১৫ জন মহিলা দ্বারা এই মন্ডপটি নির্মাণ করছি যা সারা পশ্চিমবঙ্গে কেউ কল্পনাও করতে পারেনি। এটা আমাদের একটা অভিনব প্রচেষ্টা তবে মানুষের ভালো লাগাটাই আমাদের কাছে আসল। এমন অভিনব নিশ্চয় মানুষের মনে ধরবে।