পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে কংসাবতীর স্লুইস গেট ভেঙে জল ডুকছে মেদিনীপুর ক্যানেলে।

0
187

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে কংসাবতীর স্লুইস গেট ভেঙে জল ডুকছে মেদিনীপুর ক্যানেলে। মেদিনীপুর ক্যানেলের পাশেই রয়েছে জয়কৃষ্ণপুর এলাকা। ইতি মধ্যে প্রশাসনের তরফ থেকে জয়কৃষ্ণপুর কংসাবতী খালের পাশে থাকা স্থানীয় মানুষদের অন্যত্র সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। রয়েছেন তমলুকের এ ডি এম সৌভিক ভট্টাচার্য, পাঁশকুড়ার বিডিও ধেনধূপ ভুটিয়া ও পাঁশকুড়া থানায আইসি আশীষ মজুমদার। ইতি মধ্যে প্রশাসনের তরফ থেকে স্লুইস গেটের কাজ শুরু করা হয়েছে। লোহার চাঁদর এনে জলকে বন্ধ করার চেষ্টা চলছে। যদি স্থানীয়দের অভিযোগ, কোথায় যাব? প্রশাসনের তরফ থেকে থাকার ও খাওয়ার কোন ব্যবস্থা করেনি। গতকাল থেকে না খেয়ে রয়েছি। প্রশাসন শুধু আসছে আর বারবার বলছি সরে যান।