প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত সিকিম, তিস্তার ধ্বংসলীলায় নিখোঁজ বহু।

0
205

নিজস্ব সংবাদদাতা, মালদা:- প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত সিকিম। তিস্তার ধ্বংসলীলায় নিখোঁজ বহু। একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। আটকে পড়েছে বহু পর্যটক। তাদের মধ্যে অনেকেরই খোঁজ পাচ্ছে না পরিবারের লোকেরা। মালদার রতুয়া থানা পাড়ার বাসিন্দা ইনফসিসে কর্মরত তথ্য প্রযুক্তি কর্মী সুশান্ত সাহা তার তিন বন্ধুর সঙ্গে গেছিলো সিকিমে। চলতি মাসের ১ তারিখ শিলিগুড়ি থেকে বাইকে করে সিকিমের গুরুদাওলেগের পথে পাড়ি দিয়েছিল তিন বন্ধু। অন্য দুজনের বাড়ি শিলিগুড়ি এবং বিহারে। ৩ তারিখ বিকেলে শেষ যোগাযোগ হয়েছিল পরিবারের সঙ্গে। তারপর থেকেই আর কোন ভাবে যোগাযোগ পাওয়া যাচ্ছে না সুশান্তদের। চিন্তায় ঘুম উড়েছে বাবা-মা ও দাদার। বিভিন্ন খবরের সিকিমের ভয়াবহ ছবি দেখে ঘাবড়ে উঠছে পরিবারের সকলেই। এখন সুশান্তর মা চিন্তায় রয়েছে কবে ফিরবে তার ছেলে বাড়িতে।