নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের জের, খবর সম্প্রচারিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে গেল পোস্ট অফিসের ইন্টারনেট পরিষেবা। লিংক ঠিক হয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়ার মুখ্য পোস্ট অফিস। যার কারণে স্বাভাবিকভাবেই খুশি পোস্ট অফিসের গ্রাহকরা। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ সাত আট দিন পোস্ট অফিসে লিংক না থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয় সংশ্লিষ্ট এলাকার স্থানীয় গ্রাহক থেকে শুরু করে সাধারণ মানুষ জনকে। যার ফলে পোস্ট অফিস থেকে গচ্ছিত টাকা তুলতে না পেরে চিকিৎসা করাতে পারছিলেন না বলে অভিযোগ আসতে শুরু করে গ্রাহকদের মধ্যে থেকে। ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি গ্রাহক পরিষেবা পুনরায় চালু করতে গত বুধবার পোস্টমাস্টার কে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার স্থানীয় গ্রাহকেরা।বিষয়টি জানতে গেলে এক প্রকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর দায়ভার ছেড়ে সংশ্লিষ্ট পোস্ট অফিসের পোস্টমাস্টার জানান, দীর্ঘ সাত আট দিন ধরে ইন্টারনেটের লিংক না থাকার কারণে গ্রাহক পরিষেবা দিতে পারছেন না তাঁরা। স্বাভাবিক আর পাঁচটা দিনের মত পোস্ট অফিস থেকে টাকা তোলা বা টাকা জমা দেয়ার সব রকম কাজকর্ম বন্ধ হয়ে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অপূরমূল থেকে ব্যবস্থা না গ্রহণ করা পর্যন্ত পোস্ট অফিসের কিছু করনীয় নেই। এরপরই খবর পেয়ে পোস্ট অফিসে পৌঁছায় সংবাদমাধ্যমের কর্মীরা। পাশাপাশি সাধারণ গ্রাহকদের দুর্দশার ছবি তুলে ধরার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে টনক নড়ে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। যার ফলে ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে শুক্রবার থেকে পোস্ট অফিসের লিংক বা ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়। ফলে ধীরে ধীরে শুরু হয় গ্রাহক পরিষেবা। পোস্ট অফিসের পরিষেবা স্বাভাবিক হওয়াতে খুশি ওই এলাকার স্থানীয় গ্রাহক থেকে শুরু করে আশেপাশের এলাকায় বসবাসকারী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের জের, খবর সম্প্রচারিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ঠিক...