নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাসভবনের ঢিল ছোড়া দূরত্ব থেকে বিশাল আকৃতির পাইথন (অজগর) সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার শান্তিপুর থানার আড়পাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাত্রে। জানা যায় সাপটির ওজন প্রায় সাড়ে আট কেজি। এলাকাবাসীদের মারপথ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সাংসদ জগন্নাথ সরকার। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন গভীর রাতে আড়পাড়া এলাকায় বিশালাকৃতির সাপটিকে দেখতে পেয়ে প্রথমে সাংসদ কে বিষয়টি জানায় এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশগাছি ও রানাঘাটের বনদপ্তর বিভাগকে ঘটনাটি জানান সাংসদ। পাশাপাশি এলাকাবাসীদের সহযোগিতায় সাপটিকে বস্তাবন্দী করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কে সৃষ্টি হয় ওই এলাকায়। বনদপ্তরের ব্যবস্থাপনায় উদ্ধার হওয়া সাপটিকে বেথুয়াডহরী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান সাংসদ জগন্নাথ সরকার। যদিও শুক্রবার সকালেও আতঙ্ক পিছু ছাড়েনি গ্রামবাসীদের মধ্যে পরিবার রয়েছে যথেষ্ট আতঙ্কে সকাল থেকেই প্রচুর মানুষের আনাগোনা উদ্ধার হওয়া পঞ্চানন মন্ডলের বাড়িতে। তবে এই ধরনের সাপ আরো থাকা সম্ভব না বলে ধারণা করছেন এলাকার মানুষ।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য, আতঙ্ক পিছু ছাড়ছে...