নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- মালদার অন্তর্গত মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে বৃষ্টিতে রাস্তা জলমগ্ন। জানা যায় তিন থেকে চার দিন ধরে এই আনন্দনগর গ্রামের রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে ৷ অসুবিধাই পড়তে হচ্ছে সমস্ত আনন্দনগর গ্রামবাসীদের ৷ এই জলমগ্ন রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসী সহ স্কুল পড়ুয়াদের ৷ফলে অসুবিধায় পড়েছে স্কুল পড়ুয়ারা ৷ বিশেষ করে অসুবিধায় পড়েছেন গ্রামের মহিলারা ৷ গ্রামবাসীদের অভিযোগ গ্রামে একটা হাইড্রেন করে দিতে হবে ৷ আনন্দনগর বাসিন্দা শিখা মন্ডল জানান এই জলমগ্ন রাস্তার জন্য সমস্যায় পড়ছে স্কুল বাচ্চারা ৷ তিনি আরো জানান ভোটের সময় নেতারা এসে ভোট নিয়ে নিচ্ছে দিদি দাও,মাসি দাও, বলে আর হাই ড্রেনের কথা বললে শুধু আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায় না ৷
Home রাজ্য উত্তর বাংলা মালদার অন্তর্গত মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে বৃষ্টিতে রাস্তা জলমগ্ন।