নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের বুনো হাতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙা এলাকায়। এলাকাটি জলদাপাড়া বনবিভাগের দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল সংলগ্ন। দিনের আলো ফুটতেই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন যে, একটি মাঝ বয়সী দাঁতাল হাতি খয়েরবাড়ির জঙ্গল থেকে আনুমানিক দু’শো মিটার দূরত্বে নিথর অবস্থায় পড়ে রয়েছে। ঠিক কী কারনে হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়লো, তা নিয়ে ধন্দে রয়েছেন বনকর্তারা। প্রাথমিক তদন্তে বুনো হাতিটির দেহে কোনোরকম আঘাতের চিহ্ন মেলেনি। দাঁত দুটিও অক্ষত রয়েছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত হাতিটির মৃত্যুর সঠিক কারন জানা যাবে না বলে দাবি বনকর্তাদের।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফের বুনো হাতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম...