পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাঞ্চননগর গোবিন্দ ধাম থেকে মঙ্গলবার দিন রাতে রাধা কৃষ্ণ মূর্তি, গহনা এবং বাসন চুরি হয়ে যায়। মন্দির কর্তৃপক্ষর তরফে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানানো হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে ডিএসপি ট্রাফিক (২ ) রাকেশ চৌধুরীর নেতৃত্বে চলে তদন্ত । মন্দিরের আশেপাশে সিসিটিভির ফুটেজের মাধ্যমে তদন্ত চালিয়ে দুজন ব্যক্তিকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় তাদের নাম মানব দাস ও শুভম প্রসাদ, তাদের বাড়ি বর্ধমানে কাঞ্চননগরের কাছাকাছি। তারা মন্দির চুরি থেকে শুরু করে বাইক চুরির সাথেও যুক্ত আছে। তাদের অলরেডি কোর্টে চালান করা হয়েছে শুক্রবার দিন রাকেশ চৌধুরী মন্দির কর্তৃপক্ষকে জানান। মন্দিরের চুরি হয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান থানার সাফল্যে ধন্যবাদ জ্ঞাপন করেন মন্দির কতৃপক্ষ। পাশাপাশি চুরি যাওয়া বাইক ও সাইকেল তুলে দেওয়া হয়।