নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ – স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ও দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে প্রতিদিন বিজেপি নেতা কর্মীদের ক্ষোভ তীব্র হচ্ছে বাঁকুড়ায়। বাঁকুড়া শহরে দলের জেলা কার্যালয়, শালতোড়া, সিমলাপালের লক্ষীসাগরের পর এবার ছাতনা বাইপাস মোড়ে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার ও দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা কর্মীরা। ডাঃ সরকারের ছবিতে কালি মাখিয়ে দেওয়ার পাশাপাশি ‘ অপদার্থ সুভাষ সরকার দূর হটো’ লেখা ব্যানার সহ তাঁর বিরুদ্ধে স্লোগান ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। লোকসভা ভোট ঘোষণার আগেই জেলায় দলের ‘হেভিওয়েট’ এই নেতার বিরুদ্ধে যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছেন তাতে যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির।
এদিনের বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেওয়া স্থানীয় বিজেপি নেতা শ্যামসুন্দর মণ্ডল, অশোক বিদদের দাবি, একদিকে সুভাষ সরকার নিজের অনুগামীদের দলে জায়গা দিচ্ছেন, অন্যদিকে তাঁর কাজে যারা বিরোধীতা করছেন দলের সেই কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এমনকি দলের সাথে কোন আলোচনা না করে তিনি বেশ কিছু চাকরীও পাইয়ে দিয়েছেন বলে তাদের অভিযোগ। এছাড়াও ‘কোটি কৌটি টাকার বিনিময়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র তৃণমূলকে ‘উপঢৌকন’ হিসেবে সুভাষ সরকার দিতে চাইছেন বলে তারা অভিযোগ করেন।
যদিও এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।