দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী মহিলা সংগঠনের সভানেত্রী পদে নিযুক্ত হলেন গঙ্গারামপুরের ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবযানী দত্ত। যে খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া মহিলা সংগঠনের মধ্যে।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবযানী দত্ত, তিনি বর্তমানে গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপিঠের শিক্ষিকা। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন দেবযানী দত্ত বলে খবর।
মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভানেত্রী পদ, গঙ্গারামপুর পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ ও জেলা বঙ্গ জননী কার্যকরী সভানেত্রী পদও বিভিন্ন সময় তিনি সামলেছেন। মহিলা রাজনৈতিক সমীকরণের দিকে নজর রেখে জেলা বঙ্গ জননী সভানেত্রীর পদ দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। যে খবর ওই মহিলা নেত্রী দেবযানি দত্ত জানার পরেই সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের একত্রিত করার পরিকল্পনা করার পাশাপাশি রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথাও সাধারণ মানুষের কাছে তুলে ধরায় তার প্রথম কাজ হবে বলে জানিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বঙ্গজননী নব নিযুক্ত সভানেত্রী দেবযানী দত্ত।
দক্ষিণ দিনাজপুর জেলা বঙ্গ জননী সভানেত্রী পদে দেবযানী দত্ত নিযুক্ত হওয়ায় খুশির হওয়া মহিলা কর্মীদের মধ্যে।
বাইট – (দেবযানি দত্ত দক্ষিণ দিনাজপুর জেলা বঙ্গ জননী সভানেত্রী)
Home রাজ্য উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী মহিলা সংগঠনের সভানেত্রী পদে নিযুক্ত...