শিব শংকর চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুর:- প্রতিকূল আবহাওয়া, প্তয়োজনীয় সরঞ্জামের দাম বৃদ্ধি সহ নানা কারণে ক্ষতির মুখে দক্ষিণ দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা। বিক্রয়জাত প্রতিমার নায্য দাম এবং শিল্পী ভাতার আবেদন তাদের।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ ৮ ব্লকেই প্রতিমা গড়ার পেশায় যুক্ত মৃৎশিল্পীরা। কিন্ত প্রতিমা গড়েও এখন ভাতের জোগান মুশকিল হয়ে গিয়েছে তাদের। কেননা শেষ মূহূর্তে টানা বর্ষণে তারা ব্যাপকভাবে ক্ষতির মুখে। পাশাপাশি, এই দ্রব্যমুল্যের বাজারে প্রতিমা বিক্রি করে নায্য দামই মিলছেনা বলে দাবি।
এই শিল্পীদের কথায়, কদিন ধরে চলা বর্ষণে তারা অনেকটায় পিছিয়ে পরেছেন। কেননা বৃষ্টি হয়না মাটি সংগ্রহ। আসেনা শ্রমিক। এছাড়া রোদের অভাবে প্রতিমা শুকোতে সমস্যা দেখা দেয়। এছাড়া প্রতিমা গড়ার উপকরণের মধ্যে রঙ, পেরেক, জড়ি, কাপড় ইত্যাদির দাম বহু গুন বৃদ্ধি পেয়েছে। সবকিছুর পরেও খরচ ওঠানো দুস্কর হয়ে পরে। লাভ তো দূরের কথা। এই শিল্প ও শিল্পীদের বাঁচারে সঠিক দাম ও সরকারি ভাতার দাবি তাদের।
বাইট উদয় মালি মৃত শিল্পী