নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- এক দিকে অতি বর্ষার জল আরেক দিকে তাঁর দোসর কংসাবতী নদীর জল, একত্রিত হয়ে নষ্ট করেছে চাষাবাদ। ব্যাপক হারে ক্ষতির মুখে পড়তে হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘী, জানাবাড়, মাইসোরা, সহ বিস্তীর্ণ এলাকার চাষীদের। শীতকালীন ফুল চাষে লাভের আশায় সদ্যমাত্র ফুলের চারা লাগিয়েছিল চাষিরা, তাও জলের তলায়, গোলাপ, মল্লিকা মুরগাই, গ্ল্যাডিওলাস, গাঁদা সহ বিভিন্ন ধরনের ফুল গাছ একে বারেই জলের তলায় গিয়ে নষ্ট হয়েছে। মুষল ধারে বৃষ্টি হলেও চাষের তেমন কোন ক্ষতি হয়নি কিন্তু কংসাবতী নদীর জল চাষের জমিতে প্রবেশ করে ব্যাপক হারে ক্ষতি করেছে চাষের। ফুলের পাশাপাশি কাঁচা সব্জি কুঁদরি ঝিঙে পটল সহ বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়, আর তাতেই মাথায় হাত পড়েছে চাষিদের। আখের জমিতে জমে রয়েছে এক মানুষ জল। কোথাও কোথাও চাষের জমিতে এখনো দাঁড়িয়ে আছে জল কোথাও জল নামলেও শুকিয়ে নষ্ট হয়েছে গাছ। অন্যান্য বছরে তুলনায় এ বছর বন্যার জলে ব্যাপক হারে ক্ষতির মুখে পড়তে হয় চাষীদের সে কারণেই সরকারি অনুদানের আশায় চাতকের মতো তাকিয়ে রয়েছে বন্যাকবলিত চাষিরা।