প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে ফরেন্সিক দল।

0
108

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – গত ২৬ শে সেপ্টেম্বর শহর বর্ধমানের গোলাহাটের বাসিন্দা ইন্দিরা মুখার্জির বাড়িতে বাঁশ কাটতে গিয়ে হঠাৎই পড়ে গিয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। মৃতের নাম সুশীল মন্ডল(৫২)। তার বাড়ি বর্ধমান শহরের ছোটনীলপুর আমবাগানে। গত 26 তারিখ গোলাহাট এলাকায় ইন্দ্রানী মুখার্জির বাড়িতে রঙ করার জন্য বাঁশ কাটার সময় সুশীল মন্ডল পড়ে গিয়ে আহত হন। তাকে বর্ধমান মেডিকেল কলেজ কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়। তারপরই এই মৃত্যুর তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। আজ বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী সহ ফরেনসিক দলের প্রতিনিধিরা উপস্থিত হন ইন্দিরা মুখার্জির বাড়িতে। সেখানে তাদের সাথে কথা বলার পাশাপাশি বিভিন্ন বিষয়ে তারা তদন্ত করেন। কাজ করার সময় সুশীল মন্ডল যে সামগ্রিক গুলো সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেগুলিও তদন্তের খাতিরে নিয়ে আসা হয়। ইন্দিরা মুখার্জী বলেন, বাঁশ কাটতে গিয়ে হঠাৎই তিনি পড়ে আহত হন এবং পরবর্তীকালে মারা যান । দীর্ঘদিন ধরে তিনি আমাদের বাড়িতে কাজ করছেন কাজ করছেন। গত ২৬ শে সেপ্টেম্বর প্রায় দুপুর দুটোর সময় তিনি আসেন এবং আমার কাছে চাবি চেয়ে নিয়ে যান। তিনি আমাদের প্রায়শই বাগান পরিষ্কার এবং রংয়ের কাজ করতেন। সেদিনও তিনি কাজ করতে এসেছিলেন কিন্তু হঠাৎই পড়ে গিয়ে তার মৃত্যু হয়। আজ বর্ধমান থানার আইসি সহ ফরেন্সিক দলের তদন্তে এসেছিলেন।