বর্ধমান শহরে উদ্বোধন হলো ১২ তম প্রাক পুজো তাঁত বস্ত্র মেলা।

0
237

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিগত বছরের মতই এই বছরেও পূর্ব বর্ধমানে শুরু হলো ১২তম বর্ষে প্রাক পুজো তাঁত বস্ত্র মেলা। মঙ্গলবার থেকে শহর বর্ধমানের সিধু কানু পার্কে শুরু হয়েছে এই মেলা।যা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার স্টল গুলি খোলা থাকবে। এই বছর প্রায় ৩০ টি স্টল হয়েছে যা গত ২০১১ সালে ৫০ টি স্টল ছিল।

তাঁত বস্ত্রের সম্ভার নিয়ে মেলায় হাজির হয়েছেন নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলী সহ বিভিন্ন জেলার তাঁত শিল্পীরা। তবে , শুধুমাত্র শাড়ি নয়, ছেলেদের পোশাক, হস্ত শিল্পে স্টলও আছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, হ্যান্ডলুম দপ্তরের জয়েন্ট ডিরেক্টর শঙ্কর সরকার, অতিরিক্ত জেলাশাসক এল আর উচিন রিসিন ইসমাইল, জেলা পরিষদের কৃষি,সেচ,সমবায় কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষ গণ।