রিকশাচালক ও ভ্যানচালকদের পাশে মল্লভূম প্রয়াসের কর্মীরা।

0
394

আবদুল হাই, বাঁকুড়াঃ – গাছে শিউলি ফুটেছে,কাশবনে হাওয়ার লুটোপুটি, ঘাসের মাথায় শিশির কণা আর মৃদু মন্দ হিমেল হাওয়া…. জানিয়ে দিয়ে গেল শরৎ এসেছে, মা আসতে আর তো দেরি নেই। দোকানে দোকানে উপচে পড়ছে ভিড়, অর্থ বান মানুষ দামি দামি নানান পুজোর পোশাক কিনতে মশগুল। কিন্তু যাদের নুন আনতে পান্তা ফুরায়, কিংবা যাদের এক মুঠো রোজগার, অনেকগুলো পেট বাড়িতে তাদের কি হবে? তাদের কাছে পুজোর আনন্দ একেবারে ফিকে। কিন্তু তাদের একটু আনন্দ দিতে পুজোর কিছু উপহার সামগ্রী বিতরণ করলেন বিষ্ণুপুর মল্লভূম প্রয়াসের কর্মীরা মল্লভূম প্রয়াসের মূল মন্ত্র মানুষ মানুষের জন্যে , জীবন জীবনের জন্যে। এরা সারা বছর ধরে নানান সমাজসেবামূলক কর্মের সাথে যুক্ত থাকেন। বাড়িয়ে দেন তাদের সাহায্যের হাত। এবারে দেখা গেল একটি অভিনব উদ্যোগ। এরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া রিকশাচালক, ভ্যান চালকদের বিতরণ করলেন পুজোর নতুন পোশাক। বর্তমানে ভ্যানচালক ও রিকশাচালকদের চাহিদা উল্লেখযোগ্য ভাবে কম। এখন সকলেই টোটো না হয় চার চাকার সওয়ারি। এই দুই শ্রেণীর চালকদের অস্তিত্ব চাহিদা দিন দিন কমছে। পুজোর আগে নতুন পোশাক পেয়ে সকলে আলাদে আটখানা, অত্যন্ত খুশি। বস্ত্রহীনে বস্ত্র দান মহৎ দান,পবিত্র কর্ম। এই মহতী কর্মে সামিল মল্লভূম প্রয়াস। শতাধিক রিকশা ও ভ্যান চালকদের হাতে তুলে দেওয়া হল প্রাক মহাপুজোর সেরা উপহার।