রিলায়েন্স ফাউন্ডেশন ও নদীয়া প্রাণী পালক দপ্তরের সহযোগিতায় অডিও কনফারেন্স এর মাধ্যমে প্রাণীদের রোগ নিয়ে আলোচনা ।

0
2328

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগ ও নদিয়া জেলা প্রাণী পালক দপ্তরের সহযোগিতায় নদীয়া জেলা রানাঘাট-১ নং ব্লকের প্রাণী পালকদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি অডিও কনফারেন্স এই কনফারেন্সে উপস্থিত ছিলেন নদিয়া জেলা প্রাণী পালক দপ্তরের ডক্টর গুরুপদ মান্ডি মহাশয়, গরু ,ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি প্রাণীদের এই সময় বিভিন্ন রকম রোগ ব্যাধি নিয়ে আলোচনা করেন এবং সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তার জন্য কি ধরনের ঔষধ ব্যবহার করা উচিত কখন কখন কৃমির ওষুধ খাওয়ানো উচিত গরু-ছাগল হাঁস মুরগি এই প্রাণীদের কখন ভিটামিন খাওয়ানো উচিত ও তার প্রতিকার সম্বন্ধেও বলেন। এই কনফারেন্স এর মাধ্যমে প্রাণী পালকরা খুবই উপকৃত হন এবং বলেন আগামীতে এই ধরনের প্রোগ্রাম গ্রামের অনুষ্ঠিত করলে উনাদের অনেক রকম সুবিধা হয় প্রাণীদের।

রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় এখন প্রাণী পালকদের নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম করা হবে।