আদি কংসবণিক সম্প্রদায়ের দুর্গা মন্দির প্রায় ৩০০ বছরের পুরনো।

0
573

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আদি কংসবণিক সম্প্রদায়ের দুর্গা মন্দির প্রায় ৩০০ বছরের পুরনো। এই সম্প্রদায়ের দুর্গাপুজো আজও হয় নিষ্ঠার সঙ্গে। মালদার ইংরেজবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি মোড়েই রয়েছে আদি কংসবনিক সম্প্রদায়ের প্রাচীন এই দুর্গা মন্দিরটি। কথিত আছে, দেবী মাতার পুজোর নৈবিদ্যের জোগাড় শুধুমাত্র পুরুষেরা করেন। এখানে মহিলারা পুজোতে আনন্দ উৎসব সবই করেন। কিন্তু দেবী মায়ের নৈবিদ্যের জোগাড় মহিলারা করতে পারেন না। আর সবশেষে দশমীর দিন মাচা করে দেবী দুর্গাকে ঘাড়ে নিয়ে কংসবণিক সম্প্রদায়ের সদস্যরা নিয়ে যান মহানন্দা নদীর নিমতলা ঘাটে। সেখানেই নৌকা করে দেবী দুর্গাকে ঘুরিয়েই বিসর্জন দেওয়া হয়। যুগ যুগ ধরে এই নিয়ম নিষ্ঠার সঙ্গেই আদি কংস বণিক সম্প্রদায়ের দুর্গাপূজা হয়ে আসছে। কংসবনিক সম্প্রদায়ের মন্দিরে ঢুকলেই দেখা যাবে অন্তত ৩২ রকমের দেব দেবীর ছোট ছোট মূর্তি রয়েছে। আর কয়েকদিন পরেই মহালয়া। তাই এখন চূড়ান্ত ব্যস্ততা এই আদি কংসবণিক সম্প্রদায়ের দুর্গাপুজোয়।