গড়বেতা শহরে একটি সোনার দোকানের ছিনতাই করে পালাবার সময় পুলিশের জালে দুই ছিনতাই বাজ,চাঞ্চল্য।

0
369

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গরবেতা শহরে একটি সোনার দোকানে চুরি করে পালাবার সময় পুলিশের জলে দুই ছিনতাই বাজ, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার বেলা দশটা নাগাদ গড়বেতা শহরের একটি সোনার দোকানে ছিনতাই করে পালানোর সময় একটি চার চাকা গাড়ি সহ চন্দ্রকোনারোড এলাকা থেকে দুইজন ছিনতাইবাজ কে আটক করল গড়বেতা পুলিশ, তবে ওই অভিযুক্তদের নাম না জানা গেলেও বাড়ি উত্তর 24 পরগনা জেলার টিটাগর এলাকায় বাড়ি ওই দুই অভিযুক্ত, ইতিমধ্যেই ওই দুই অভিযুক্তর কাছ থেকে একটি সোনার চেন উদ্ধার হয়, ইতিমধ্যেই ওই দুইজনকে আটক করে এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে গড়বেতা থানার পুলিশ।