পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – আন্তর্জাতিক কন্যাসন্তান দিবস উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দপ্তরে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যাপলিন ক্লাব ও কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিচারক তথা কর্তৃপক্ষের সচিব দিব্যেন্দু নাথ, সিনিয়র আইনি সহায়ক অরুন সাউ, নন্দদুলাল পরিয়াল,চ্যাপলিন ক্লাবের প্রজেক্ট কোঅর্ডিনেটর মলয় সামন্ত,উৎপল পতি প্রমুখ।সভায় ভ্রূণ হত্যার কুফল ও কন্যাদের অধিকার সহ বাঁচিয়ে রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। ভুবন ঋভু রচিত হয়েন চিলড্রেন হ্যাভ চিলড্রেন নামের একটি বই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন বিচারক দিব্যেন্দু নাথ। সিনিয়র লিগ্যাল এসিস্ট্যান্ট কাজী মহম্মদ এই খবর জানিয়েছেন।এইদিন স্থানীয় কুলিয়া অবিনাশ চন্দ্র মেমোরিয়াল হাইস্কুলের সমস্ত ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন।
Home রাজ্য দক্ষিণ বাংলা আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে...