নিজস্ব সংবাদদাতা, মালদহ:- সাত সকালে মৃতদেহ উদ্ধার, মালদা থানার মুচিয়া অঞ্চলের লক্ষ্মীপুর মাঠে।দুপুর এলাকা বাসিন্দারা সকালবেলা মাঠে গেলে হঠাৎ দেখতে পান মাঠের মধ্যে বন্যার জলের মধ্যে একটি মৃতদেহ ভেসে রয়েছে। তা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।জানা গিয়েছে গত দুদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মানসিক ভারসাম্যহীন এক যুবকের নিথর দেহ উদ্ধার হল মালদহের পুরাতন মালদার মুচিয়া লক্ষ্মীপুর এলাকায়। ওই এলাকায় বর্ষার জলে প্লাবিত জমিতে প্রথমে স্থানীয়রা লক্ষ্য করেন ভাসমান অবস্থায় তা দেখে চঞ্চল্য ছড়াই এলাম।এরপরে পরিবারকে খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা ছুটে এসে মৃতদেহ সনাক্ত করে। মৃতের বাবা জানান,তার ছেলে একটু মানসিক ভারসাম্যহীন ছিলো। মানসিক ভারসাম্যহীন যুবকের নাম মনমোহন দাস, বাড়ি মালদহের হবিবপুর থানার আইহো এলাকায়।সোমবার থেকে নিখোঁজ হয় এরপর বুধবার সকাল নাগাদ মৃতদেহ উদ্ধার হয় পুরাতন মালদার লক্ষ্মীপুর এলাকা থেকে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে পরিবারের বক্তব্য মানসিক ভারসাম্যহীন হওয়ায় এই ধরনের দুর্ঘটনা এর পেছনে অন্য কোন কারণ থাকতে পারেকি না তাও খতিয়ে দেখা হবে। মৃতের নাম মনমোহন দাস বয়স (২৫),বাবার নাম রাধেশ্যাম দাস বাড়ি হবিবপুর থানার, আইহো অঞ্চল এলাকায়।