১২৫ তম বর্ষপূর্তি সমাপন ও পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে।

0
150

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বাবার নামে ১৮৯৪ সালে তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আইন বিশারদ এবং ব্যারিস্টার ও দানবীর স্যার রাসবিহারী ঘোষ। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তিনি শিক্ষার প্রসার ঘটাতে।বুধবার অর্থাৎ ১১ই অক্টোবর সেই বিদ্যালয়ের ১২৫ তম বর্ষপূর্তি সমাপন ও পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের শুরুতেই স্যার রাসবিহারী ঘোষের প্রতিকৃতি সঙ্গে নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে তোড়কোনা গ্রাম ঘোরেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা, পরে ফিতে কেটে এবং স্যার রাসবিহারী ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং রবীন্দ্রনাথ নজরুল মঞ্চে প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন রাজ্যের প্রাণী বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, সঙ্গে ছিলেন স্যার রাসবিহারী ঘোষের বংশধর প্রশান্ত ঘোষ,খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ,সোনারপুর বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র,স্কুলের প্রাক্তন ছাত্র তথা জামালপুর বিধানসভার বিধায়ক আলোক কুমার মাঝি,আর এক প্রাক্তন ছাত্র তথা বৈজ্ঞানিক ডঃ মুন্সী গোলাম মোস্তফা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার চক্রবর্তী,বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্যামল কুমার দত্ত,স্কুলের প্রাক্তন ছাত্র তথা সি এ বি র মেম্বার মুন্সী হাফিজুর রহমান।মন্ত্রী স্বপন দেবনাথ বলেন এই স্কুলে এর আগেও এসেছি। স্কুলের শিক্ষার মানোন্নয়ন অনেকটাই ভালো।স্যার রাসবিহারী ঘোষের তোড়কোনা গ্রামে বসতবাড়ি যেটা কাছারি বাড়ি বলে পরিচিতি সেখানেও গেছি। স্যার রাসবিহারী ঘোষ শুধুমাত্র আইন বিশারদ ছিলেন না তিনি দানবীরও ছিলেন। রাজ্য তো বটেই রাজ্যের বাইরেও অনেক জায়গায় শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ওনার দান অপরিসীম। তৎকালীন সময়ে এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না।এই স্কুলের বহু ছাত্র আজ ভারতবর্ষ তথা বিশ্বে সুনাম অর্জন করেছে।বক্তব্যের শেষে তিনি তার নিজস্ব মতামত বলে বলেন শিক্ষা ক্ষেত্রে আবার শাসন ব্যাবস্থা চালু করা হোক কারণ ভালোবাসার সাথে শাসনও করতে হবে।