একাধিক দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন অল ইন্ডিয়া বেঙ্গল চিটফান্ড সাফারার্স এসোসিয়েশনের।

0
98

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চিট ফান্ড আমানতকারীদের টাকা ফেরত, ঘর ছাড়া এজেন্টদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা সহ ছয় দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের। এদিন নদীয়ার কৃষ্ণনগরে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। পরবর্তীকালে জেলা শাসকের কাছে একটি ছয় দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন। এদিন গোটা রাজ্যজুড়েই বিভিন্ন জেলার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। তাদের মূলত দাবী, যে সমস্ত চিটফান্ড কোম্পানিতে এজেন্টরা কাজ করতেন এখন বর্তমানে হাজার হাজার এজেন্ট ঘর ছাড়া রয়েছে। পাশাপাশি অনেক আমানতকারী রয়েছে যারা এখনো চিট ফান্ডের টাকা ফেরত পায়নি। মূলত আমানতকারীদের টাকা ফেরত সহ ছয় দফা দাবি নিয়ে এদিন ডেপুটেশন জমা দেন তারা। তাদের দাবি না মানা হলে আগামীদিনে বড় আন্দোলনের নামে হুঁশিয়ারি দেন সংগঠনের পক্ষ থেকে।

বাইট 1, ইব্রাহিম বিশ্বাস, সংগঠনের জেলা সম্পাদক