নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- নিছকই শখ। আর এই শখের বশেই একটু একটু করে গড়ে ফেললেন মাটি সম্পূর্ণ দূর্গা প্রতিমা। বালুরঘাট শহরের নারায়ণ এলাকার এক যুবকের এমন কান্ড দেখে হতবাক পাড়া পড়শীরা।
জানা গিয়েছে, বালুরঘাট শহরের যুবক ভাস্কর বসাক ছবি আঁকা এবং সেটির প্রদর্শনীর মত শিল্পের সঙ্গে যুক্ত। বছর ছয়েক আগে পড়াশোনার পাঠ চুকিয়ে এই বিষয়ে আরও মনোনিবেশ করেন। তবে ছবি আঁকার একটু বাইরে গিয়ে এবার গড়েই ফেললেন পুরো একচালা দূর্গা প্রতিমা। তার শৈল্পিক হাতে ফুটে উঠেছে দূর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক,অসুর এবং তাদের বাহনগুলি। মাটির ওপর নানারকম নকশা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তার একচালা ডালাটি। তবে পুজো বা বিক্রি নয়, এটি কোনো প্রদর্শনীতে নিয়ে যাওয়ার ভাবনা জেগেছে শিল্পী ভাস্কর বসাকের।
তিনি জানান, কোনো উদ্দেশ্য ছিলনা। শুধুমাত্র শখ জেগেছিল। এরপর থেকে ক’বছর ধরে একটু একটু করে চেষ্টা চালাতাম। তবে এবার সেই চেষ্টার পরিণতি পেল। রথের মেলার পর থেকে তিনি এই প্রতিমা গড়ার কাজ শুরু করেন। এজন্য কাঠ, বাঁশ, খড়, মাটি সবটাই তিনি কিনে আনেন। হাজার সাতেক টাকার মত ব্যয় হয়েছে তার। বাড়িতেই রাখা থাকবে এই প্রতিমা। তবে সময় পেলে এক্সিবিশন বা প্রদর্শনীতে নিয়ে যাবেন তিনি।