শালবনীতে চালু হোলো ৩০০ ইউনিটের ব্ল্যাড ব্যাংক।

0
205

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকার মানুষের রক্তের সংকট মেটাতে চালু হোলো ব্ল্যাড ব্যাংক। এইদিন শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে খোলা হোলো ৩০০ ইউনিটের ব্ল্যাড ব্যাংক। এই দিন ফিতে কেটে এই ব্ল্যাড ব্যাংকের উদ্ধোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাষক খুরশেদ আলি কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, CMOH, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অনান্যরা।জঙ্গল মহলের মানুষের রক্তের প্রয়োজন হলে মেদিনীপুর, ঘাটাল বা ঝাড়গ্রাম যেতে হোতো। এবার থেকে আর তা হবেনা। শালবনী,গোয়ালতোড়ে, গড়বেতা ও তার পাশাপাশি এলাকার মানুষজন সহজেই শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে প্রয়োজনীয় রক্ত পেয়ে যাবেন। এমনটাই জানান জেলা শাষক খুরশেদ আলি কাদেরী, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আগামী রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই হাসপাতালেই। যেখানে ২০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন।জেলা পুলিশের এই উদ্যোগকে শাধুবাদ জানিয়েছেন জেলা শাষক।