নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সময়ের গুরুত্ব বোঝাতে এবারের দুর্গা পুজোয় অন্যরকম ভাবনা ফালাকাটা মুক্তিপাড়া ইউনিটের।এবারে তাদের পুজোর থিমের নাম “সময়”। ইদুঁর দৌড়ের জীবনে সময়ের অভাব সর্বত্র।আবার অনেক ক্ষেত্রে দেখা যায় উল্টো ছবি।অফুরন্ত সময় থাকার পরেও অনেকেই তার সদব্যবহার করেন না।যারফলে সময় অপচয় হয়।ঘড়ির কাটা ধরে রাখার সামর্থ কারও নেই।এই বার্তাগুলিকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে পুজো কমিটির সদস্যরা।তারজন্য এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে পুজো মন্ডপ।বর্তমানে জোরকদমে চলছে কাজ। জানা গিয়েছে, এই মন্ডপজুড়ে থাকবে নানান ধরনের ঘড়ি।এই মন্ডপে প্রবেশ করলেই শোনা যাবে ঘড়ির টিকটিক শব্দ।পুজো কমিটির পক্ষ থেকে অভিজিৎ রায় জানান,”জীবনটা খুব অল্প সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করি আমরা।সময়ের গুরুত্ব অপরিসীম।এই থিম দেখার পর দর্শনার্থীরা সময়কে সঠিক কাজে ব্যবহার করবে বলে আমরা আশাবাদী।”
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার সময়ের গুরুত্ব বোঝাতে এবারের দুর্গা পুজোয় অন্যরকম ভাবনা ফালাকাটা মুক্তিপাড়া ইউনিটের।