কবরস্থানে জঞ্জাল পরিষ্কারে তানজিমে আহলে সুন্নত কমিটি।

0
218

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- কথায় আছে জন্মিলে মরিতে হইবে। সেই কথা অনুযায়ী ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মৃত্যু হলে তাঁদের কবরস্থানে দাফন করা হয়। কিন্তু সেই কবরস্থান যদি জঞ্জালে পরিণত হয় তখন আমাদের মাটি দিতে যাওয়ার সময় অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই সকলের কথা চিন্তা করে এবার কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এলো বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর চমরুচকপাড়ার তানজিমে আহলে সুন্নত কমিটি ও মাইয়াত কমিটির সদস্যরা। আজ পবিত্র জুম্মার দিন অর্থাৎ শুক্রবার সকালে ছোটো থেকে বৃদ্ধ সকলে হাসিমডাঙা কবরস্থানে নিজ নিজ বাড়ি থেকে দা, কাঁচি, কুড়াল, কোদাল নিয়ে এসে বিশাল ওই কবরস্থানটি পরিষ্কার করার কাজে অংশ নেন। তাঁরা কোনো পারিশ্রমিক না নিয়ে স্বেচ্ছায় এই কাজে অংশ নেন। এখানে ৬ টি কবরস্থান রয়েছে। প্রত্যেকটি কবরস্থান আগাছা ও জঞ্জালে পরিণত হয়েছে। তাই আজকে সকাল থেকে হাসিমডাঙার একটি কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তবে এই কবরস্থানটি এত বড় যে একদিনে জঞ্জাল পরিষ্কার করা সম্ভব হয়নি। আজ ৫০ শতাংশ পরিষ্কার করা হয়েছে। বাকী আগামী দিনে পরিষ্কার করা হবে বলে জানান কমিটির সদস্য সেখ মুস্তাক। তিনি মুসলিম ধর্মালম্বী মানুষদের কাছে আবেদন করেন যতগুলো কবরস্থান এরকম ভাবে জঞ্জাল ও আগাছায় পরিণত হয়েছে সেই সমস্ত কবরস্থানে আপনারাও গিয়ে পরিষ্কার করুন।