পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – সরকারি মূল্যে ধান কেনাকে নিয়ে গ্রেফতার হওয়া বাকিবুল রহমানের প্রসঙ্গ নিয়ে এবার তৃণমূলকে কাঠগড়ায় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার পিংলাতে বিজেপির দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন উনি গ্রেফতার হয়েছেন মানে বুঝে নিতে হবে প্রাক্তন খাদ্যমন্ত্রী,বর্তমান মন্ত্রী সহ বেশ কিছুজনের অবস্থা খারাপের দিকে যাবে, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর রাজ্যকে ধান কেনার জন্য ৫০০০ কোটি টাকা করে দেয়, কিন্তু যে সহায় হোক মূল্য রয়েছে কোন চাষী পায় না, ধান কেনেইনি সরকার শুধুমাত্র কুপন দিয়ে টাকা ট্রান্সপার হয়েছে, এটা একটি বড় দুর্নীতি, যদি এনাকে রিমান্ডে নিয়ে জেরা করে, তাহলে তৃণমূলের অনেকেই জেলে যেতে হবে। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে তৃণমূলকে নিশানা করলেন তিনি।
Home রাজ্য দক্ষিণ বাংলা গ্রেফতার হওয়া বাকিবুল রহমানকে নিয়ে সরকারি মূল্যে ধান কেনাকে নিয়ে পিংলা থেকে...