দুর্গাপ্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল নবম শ্রেণির এক ছাত্র।

0
271

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দুর্গাপ্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল নবম শ্রেণির এক ছাত্র। দীপঙ্কর সরকার নামের ১৪ বছরের ওই ছেলেটির প্রতিমা বানানোর শখ সেই ছোট থেকেই। তার বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগর এলাকায়। দীপঙ্করের দুর্গা তৈরির কাজ প্রায় শেষের পথে। এর আগে বিশ্বকর্মা, লক্ষ্মী, কালী প্রতিমাও বানিয়েছে সে। জানা গিয়েছে, পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার পর স্কুলের সামনে মূর্তি তৈরির কারখানায় টিফিন টাইম কাটত দীপঙ্করের। পেশাদার মৃৎশিল্পীদের কাজ দেখে প্রতিমা বানাতে শিখেছে দীপঙ্কর। সেই থেকেই নিজের ভাবনায় প্রতিমা তৈরি করে সে তাক লাগিয়ে দিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এবছর দুর্গা প্রতিমা তৈরি করেছে দীপঙ্কর। শুধু প্রতিমা তৈরিই নয়, নিজে হাতে প্রতিমা তৈরি করে পুজোও করে দীপঙ্কর। তার হাতের তৈরি প্রতিমায় কোনও ছাঁচ ব্যবহার করা হয় না। শুধু ঘড় ও মাটি দিয়েই সে প্রতিমা তৈরি করে। এবার প্রায় এক মাস ধরে সে দুর্গা প্রতিমা তৈরি করেছে। এদিন দীপঙ্কর জানিয়েছে, “মাটি, খড়, সুতো,কাঠ ইত্যাদি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছে সে। বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করতে তার ভালো লাগে। এ কাজে পরিবারের সকলেই সহযোগিতা করেন বলে জানিয়েছে সে।” নিপুন ভাবেই সিংহ থেকে অসুর- সবই ফুটিয়ে তুলেছে দীপঙ্কর। খুদে হাতের কামাল দেখলে অবাক হতে হবে সকলকে।