নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়া:শেষ হতে চলেছে পুজোর দিন গোনা , রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করে রাজ্যের বেশকিছু পুজো মণ্ডপের ,সেরকমই নদীয়া জেলার বেশকিছু পূজামণ্ডপও ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ,এদিন নদিয়ার কল্যাণী লুমিন্যান্স ক্লাবের এবারের আকর্ষণ চীনের গ্রান্ড লিসবোয়ার আদলে তৈরী সুবিশাল পূজামন্ডপেরেও উদ্বোধন করেন মমতা মমতা বন্দোপাধ্যায়।এদিন উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ আকর্ষণ করা হয়েছিল ক্লাবের পক্ষ থেকে ,এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ,রাজ্যসভার সাংসদ দোলা সেন ,শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ একাদিক ব্যাক্তিত্ব ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রিমি সেন ,যদিও বহু প্রতীক্ষিত এই পূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে আপামর দর্শনার্থী ভিড় জমিয়েছিলেন অনুষ্ঠান দেখতে। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পূজা মণ্ডপ। যদিও পুজ মণ্ডপের উদ্বোধন নিয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, আমার ধারণা গোটা নদীয়া জেলায় দুর্গাপূজা উৎসব উপলক্ষে যতগুলি পূজা মন্ডপ হয়েছে তার থেকে সবথেকে বেশি আকর্ষণ নদীয়ার কল্যাণীর লুমিনাস ক্লাবের চীনের গ্রান্ড লিসবোয়ার। এখন থেকে যেভাবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হচ্ছে সেখানেই বোঝা যাচ্ছে পুজোর কটা দিন কিভাবে মানুষের কাতারে কাতারে ভিড় হবে। আমি নিজে গিয়েও মন্ডপ সজ্জা দেখে চোখে ধাঁধা লেগে যায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা নদীয়া জেলার বেশকিছু পূজামণ্ডপও ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।