প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে সৌন্দর্যায়ন ও পরিকাঠামোর উন্নয়ন হতে চলেছে পশু চিকিৎসালয়ের।

0
156

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে সৌন্দর্যায়ন ও পরিকাঠামোর উন্নয়ন হতে চলেছে পশু চিকিৎসালয়ের। দীর্ঘদিন ধরে ভগ্নদশা পরিস্থিতি থাকায় একাধিকবার সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে উঠে এসেছিল ওই পশু চিকিৎসালয়। আজ সৌন্দর্যায়ন ও নতুন নির্মাণের ভিত্তিস্থাপন করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন অন্যান্য চিকিৎসক সহ বিশিষ্টজনেরা। নদিয়ার শান্তিপুর শহরের রামনগর পাড়া সংলগ্ন পশু চিকিৎসালয়ের ঘটনা। এ প্রসঙ্গে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, পানি সম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় ১৫ লক্ষ টাকা ব্যায়ে এই উন্নয়নের কাজ করা হচ্ছে, যা আগামী ১২০ দিনের মধ্যে শেষ হবে, তারপরে পশু চিকিৎসার ক্ষেত্রে সমস্ত সুবিধা পাবে সাধারণ মানুষ। এছাড়াও থাকবে পর্যাপ্ত চিকিৎসক থেকে শুরু করে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এই পশু চিকিৎসালয়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় মানুষ একাধিক অভিযোগ তুলেছিলেন, এই পরিকাঠামো ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আর পশু চিকিৎসার জন্য হয়রানি হতে হবে না সাধারণ মানুষকে। যদিও নিজের হাতেই ভিত্তি স্থাপন ও গোটা পশু চিকিৎসালয় ঘুরে দেখলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।