টাকা দিয়ে পুজো কিনে নিয়েছে তৃণমূল, মন্ডপ হয়নি ঠাকুর আসেনি, পিতৃপক্ষের উদ্বোধন হয়ে গেল, খড়গপুর থেকে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।

0
126

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- টাকা দিয়ে পুজো কিনে নিয়েছে তৃণমূল,মন্ডপ হয়নি ঠাকুর আসেনি,পিতৃপক্ষের উদ্বোধন হয়ে গেল,এরকম আজব দুর্গাপূজা পশ্চিমবাংলার মানুষ দেখেনি,তৃণমূলের দুর্গাপূজা এখন, শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃ ভ্রমনে বেরিয়ে চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই তৃণমূলকে নিশানা করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই পুজোর সময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবার সেই প্রসঙ্গ নিয়ে তিনি বলেন এতদিন থাকেননি কেন,অন্যদিকে সিপিআইএমের উপর নিশানা করে দুর্গাপূজা নিয়ে তিনি বলেন সিপিআইএম একসময় এই দুর্গাপুজোকে মজ মস্তির জায়গায় নিয়ে গিয়েছিল, অন্যদিকে রাজীব সিনহাকে হাজিরা দেওয়ার প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন নির্বাচন কমিশন এবং রাজীব সিনহা যেভাবে রাজ্য সরকারের তাবেদারি করে পঞ্চায়েত ভোট করিয়েছেন, এটা সারা বাংলার মানুষ দেখতে পেয়েছে, তিনি সাংবিধানিক পদে আছেন তার গরিমা রাখা উচিত, লজ্জার বিষয় এটা, সাংবিধানিক পদে আছেন তার গরীমা রাখা উচিত।