নিজস্ব সংবাদদাতা, মালদা:- মাতৃ পক্ষের সূচনা লগ্নে মালদা জেলাতেও পিতৃতর্পণে অংশ নিলেন হাজারো মানুষ।
ভিড় জমে মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট মহানন্দা নদীতে।
অকাল বর্শনে মহানন্দা নদীতে রয়েছে প্রচুর জল। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন ঘাটে মোতায়েন করা হয় বিপর্যয় মোকাবিলা দপ্তর এর কর্মীদের। নিরাপত্তার জন্য ব্যারিকেড করা হয় নদীতে। মাইকিং করা হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে। ঘাট পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
তিনি বলেন, মহালয়ার তর্পণে পুণ্যার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নদীতে রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী ও স্পিডবোট। ব্যারিকেড করা হয়েছে নদীতে।