নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আজ মহালয়া পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের সূচনা। এদিন হ্যামিল্টণগঞ্জ বাসরা ঘাটে চিরাচরিত প্রথা মেনে স্বর্গীয় পিতৃপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পনে সামিল হয়েছেন মানুষজন।আজ থেকেই দেবীপক্ষের সূচনা মহালয়ার ভোরে পিতৃপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পন যেমন করা হয় পাশাপাশি সংসারের মঙ্গলকামনায় প্রার্থনাও জানান সকলে। এদিন ভোর থেকে লক্ষ্য করা গিয়েছে বাসরা ঘাটে বহু মানুষ এসেছেন। বাসরা ঘাটে হ্যামিল্টণগঞ্জ ,কালচিনি সহ বিভিন্ন প্রান্ত মানুষের সমাগম হয়েছে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার হ্যামিল্টণগঞ্জ বাসরা ঘাটে চিরাচরিত প্রথা মেনে স্বর্গীয় পিতৃপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পনে সামিল...