দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – আদালতের রায়ের পরেও সঠিক বিচার থেকে বঞ্চিত আদিবাসী পরিবার। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। রায়তি সম্পত্তি থেকে বঞ্চিত অভিযোগকারী ফ্রান্সিস হেমব্রম। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের কালিকাপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে দীর্ঘ বছর আগে ফ্রান্সিস হেমব্রমের বাবা তাদের রায়তি জায়গায় উপর জনৈক লবানু এক্কার বাবাকে তার পরিবার নিয়ে থাকতে দেন। বহুদিন কোন সমস্যা না থাকলেও বর্তমানে ওই জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে মতানৈকত সৃষ্টি হয়। ফ্রান্সের অভিযোগ প্রায় দু বছর আগে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় লবানু এক্কা। যার পরেই কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন কোর্টের রায়েই জায়গা দখল মুক্ত করতে জেসিবি নিয়ে এলাকায় পৌঁছান প্রশাসনিক আধিকারিকরা। অভিযোগ সামান্য অংশ ভেঙে দিলেও পুরোপুরি দখলমুক্ত করতে পারেনি প্রশাসন। আর যা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিযোগকারী ফ্রান্সিস হেমব্রম। প্রশাসনের দাবি মানবিকতার খাতিরেই দখলকৃত সামান্য অংশ ভেঙ্গে যাতায়াতের রাস্তা বের করে দেওয়া হয়েছে।