দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০২৩ সালে বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত দুর্গাপুজো কমিটিদের সরকারী অনুদান প্রদান অনুষ্ঠান হল দুবরাজপুর থানা প্রাঙ্গণে।
তাই আজ বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এবং দুবরাজপুর থানার ব্যবস্থাপনায় এই থানা এলাকার ১০০ টি পুজো কমিটিকে ৭০ হাজার টাকা করে চেক প্রদান করা হল। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম মোহতাসিম আখতার, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি সন্তোষ ভকত, জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সনাতন পাল, বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জি সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, ফায়ার ব্রিগেডের আধিকারিক, দুবরাজপুর এবং পুজো কমিটির সদস্যরা। এদিন দুবরাজপুর থানার পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপুজোর সময় ডিজে বক্স বাজানো যাবে না। তাছাড়াও প্রতিটি পঞ্চায়েত এলাকার পুজো কমিটি গুলোর জন্য দুবরাজপুর থানার সাথে একটি করে হোয়াটস্এপ গ্রুপ করে দেওয়া হবে। পুজো সংক্রান্ত কোনো জরুরি বার্তা এলে এই গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ ও অগ্নি নির্বাপণ কেন্দ্রের পক্ষ থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়।