আমি এখন একা থাকতে চাই।
আমি সত্যি বলছি আমি ভালো নেই…
মাঝা মাঝে মন ও মনের সাথে প্রতারণা করে —-
কংক্রিটের এই শহর আমার সাথে আমার প্রতারণা করছে।
যতটুকু রেখেছি জীবনে —–
যতটুকু তোমাকে দিয়েছি।
বেলা শেষে অন্ধকারে তোমার ছায়ও আমার সাথে প্রতারণা করে।
ভীষন একা থাকতে চাই —–
ভীষণ ডুবে গিয়েছিলাম তোমাকে নিয়ে।
একটা হ্নদপিন্ড আমার চাই –
ভালোবাসার পোস্ট মোর্ডম করবো।
সিগারেটের নেশায় পুড়ে যাওয়া ঠোঁট…
রাস্তায় পড়ে থাকা শরীরে শার্টের দূর গন্ধ —-”
এমন একজনকে চাই।
না তোমাকে নয়।
তোমার তো হ্নদপিন্ভ নেই।
আমার বুকের বাম পাশটা খালি পড়ে আছে-
সেখানে একটি অসমাপ্ত জীবনের ডাইরি শুধু শুন্যতা —
বুকের ভিতরে পুড়ে শ্বশ্নান ঘাটা হবে —-
একটি অসমাপ্ত জীবন।
একদিন ভালোবাসা হঠাৎ গভীর রাতে আমাকে আচমকা
জড়িয়ে ধরে বলেছিল ভীষণ ভালোবাসি তোমাকে ।
সেই দিন রাতে আমাদের ভালোবাসার পোষ্ট মোর্ডম হয়েছিল ।
আবার তেমনি একদিন সূর্যের শুষে নেওয়া শিশির বিহীন ঘাস আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে ছিলো।
দুঃখ বোধ আর বিষন্নতা ——–
ভুলে থাকা আর ভুলে যাওয়া এক নয় ।
আমি এখন রাত নিয়ে বেঁচে আছি।
দিনের আলো রাতের চেয়েও ভংকর।
আমার সদ্য একটা হ্নদপিন্ড চাই —–
আমি পোষ্ট মোর্ডম করবো
রাতের শহর গুলো এখন রাত জাগা কাব্য —–
পাহাড় সমান যন্ত্রণা গুলো জীবনের গা ঘেসে দাঁড়িয়ে আছে ——
ত্বীর্থের কাকের মত কাঠ ফাটা রোদ আর—-
তৃঞ্চাত্ব ভোর দুপুরে পুকুরে ঠোট ডুবিয়ে রাখবো না
আমার জীবনের সমস্ত সময়কে মৃত্যু দন্ড দিলাম ।
নীল পাহাড়ের চূড়ায় আমার দুঃখের বসবাস।
আমি পুড়নো স্মৃতিকে পড়িয়ে নিত্য দিনের আহার যূটে।
তাই নীল নির্জনে আছি এখান কোন মন নেই শহর নেই।
Leave a Reply