বিশেষ পরিছন্নতার অভিযানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো আদিনা ইকো পার্কের উদ্বোধন।

0
149

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলাকে পর্যটন মানচিত্রে তুলে আনতে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। তার মধ্যে আদিনা ইকো পার্কে নব রূপে সাজিয়ে তোলা। এই মর্মে রবিবাসরীয় ছুটির দিনে বিশেষ পরিছন্নতার অভিযানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো আদিনা ইকো পার্কের উদ্বোধন। এই উদ্বোধনের গাজোল ব্লকের ব্লক প্রশাসন ও গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠানটি হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা জেলা শাসক নিতিন সিঙ্হানিয়া, রাজ্যের উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অতিরিক্ত জেলা শাসক, গাজোল ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা।
এদিন জেলাশাসক এই উদ্বোধনের মধ্যে দিয়ে যে ইকোপার্ক রয়েছে।ডেঙ্গু নিয়ে আলোচনা করেন এবং সতর্ক থাকার জন্য জানান।এছাড়াও এই দিন ইকো পার্কে বোটিং থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলার যাবতীয় সরঞ্জাম ও খাবারের ক্যান্টিন সহ বিভিন্ন জিনিসের উদ্বোধন করেন এই উদ্বোধনের মধ্যে দিয়ে তিনি জানান, মালদা জেলায় এই ইকো পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে ইচ্ছে থাকলে এখানে আপনারা এসে থাকতে পারেন। এছাড়া রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, কলকাতায় ইকোপার্ক রয়েছে সেই তুলনায় ছোট হলেও মালদা ইকোপার্ক সুন্দর ভাবে সাজিয়ে তোলা হচ্ছে একবার এসে থেকে দেখুন এখানে সবরকম ব্যবস্থা রয়েছে আপনাদের থাকা খাওয়া বোটিং ও বাচ্চাদের জন্য খেলার সামগ্রিক।