দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- অকাল বোধনের দিনেই নাট্যসংস্কৃতির নতুন দিশার উদ্বোধন। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও কৌতুকাভিনেতা অতনু বর্মনের লিখিত ও নির্দেশিত নতুন নাটক অভিনীত হ’লো পাহাড়েশ্বর প্রাঙ্গণে। একই সঙ্গে সেঁজুতি অন্তরঙ্গ প্রযোজিত নাটকও অভিনীত হই। মহালয়ার সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুরের একমাত্র মহিলা পরিচালিত নাট্যগোষ্ঠী সেঁজুতির উদ্যোগে নাটক মঞ্চস্থ হলো দুবরাজপুরের পাহাড়েশ্বরের শিব মন্দির প্রাঙ্গনে। সম্প্রতি কলকাতার যাদবপুরে ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে সেঁজুতির প্রযোজনা নাটক “স্বপ্নের খোঁজে স্বপ্নদীপ” নাটক মঞ্চস্থ হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের তিনতলা থেকে পড়ে মারা যান প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডু। র্যাগিংয়ের জেরে তার এই মৃত্যু বলে পরিবারের অভিযোগ। “স্বপ্নের খোঁজে স্বপ্নদীপ” এই নাটকের মাধ্যমে সেই চিত্র তুলে ধরলেন সেঁজুতির নাট্যশিল্পীরা। এছাড়াও এদিন বিশিষ্ট কৌতুকাভিনেতা, ছড়াকার, নাট্যকার ও অভিনেতা অতনু বর্মনের “একটি কাল্পনিক সাক্ষাৎকার” নামে নাটকও মঞ্চস্থ হয়। আগামী ২৫ জানুয়ারি মাইকেল মধুসূদনের দ্বিশত জন্মবার্ষিকী পালন করা হবে। সেই উপলক্ষে এই নাটক মঞ্চস্থ হয়। বিদ্যাসাগরের ভূমিকায় ছিলেন তীর্থজিৎ ঘোষ এবং মাইকেল মধুসূদনের ভূমিকায় ছিলেন অতনু বর্মন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জি, বিশিষ্ট আইনজীবী স্বরুপ আচার্য, সেঁজুতি সংস্থার কর্ণধার সুমনা চক্রবর্তী সহ আরও অনেকে।