র‍্যালির মাধ্যমে ডেঙ্গু নিয়ে সচেতন করলেন, হবিবপুর ব্লকের আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফে।

0
167

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- – পুজোর আগে যেভাবে ডেঙ্গুর আতঙ্ক ছড়াচ্ছে সেই দিকে নজর রেখে এবার পুজোর আগে র‍্যালির মাধ্যমে ডেঙ্গু নিয়ে সচেতন করলেন, হবিবপুর ব্লকের আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফে।সোমবার দুপুরে র‍্যালিটি বের হয় আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আইহো অঞ্চলের বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে এই র‍্যালিটি করা হয়।এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা সকলেই,এলাকার বাসিন্দাদের বাড়ির মহিলাদের সচেতন করেন। কিভাবে ডেঙ্গু হয় এবং কি করলে ডেঙ্গু দূর হবে সেই সব বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষকে সচেতন করা হয়।এদিন এই র‍্যালিতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকা ও ছাত্রীরা।এই বিষয়ে সহ শিক্ষিকা মনশ্রী হাজরা বলেন, আজ আইহো বালিকা বিদ্যালয় তরফ থেকে একটি র‍্যালি বের করা হয় এই রালি মাধ্যমে স্কুলে আশেপাশে এলাকার মানুষকে সচেতন করা হয় ডেঙ্গু নিয়ে যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে তা নিয়ে এলাকার সাধারণ মানুষ যেন সচেতন থাকে সুস্থ থাকে সে বিষয়ে তাদেরকে জানানো হয়। এছাড়াও আমাদের স্কুলে দৈনিক ছাত্রীদের ডেঙ্গু নিয়ে সচেতন করা হয় যাতে তাদের বাড়ি আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা, জমা জল না রাখে।