নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- জেলা জুড়ে আতঙ্কে রয়েছে ডেঙ্গু নিয়ে সেই নিয়ে এদিন বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মশা বাহিত রোগ বিষয়ক সচেতনতা শিবির করলেন ব্লক প্রশাসনে আধিকারিকেরা এদিন বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের, শিলটানী ছোটপাথারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার মানুষসহ বিদ্যালয় এর ছোট ছোট পড়ুয়াদের নিয়ে একটি সচেতন শিবির করা হয়।স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লগে চলছে ডেঙ্গু দমনের সচেতন শিবির। সেই পরিপ্রেক্ষিতে সোমবার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের শিলটানি ছোটপাথারি প্রাথমিক বিদ্যালয়,সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে ওই এলাকার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে সচেতন শিবির যেমন বাড়ির আশেপাশে কোন জায়গায় যাতে জল জমা না হয়, এছাড়াও ফুলের টব,বাড়ির ছাদ সহ কোন জায়গায় জল না জমা থাকে এবং জ্বর হলে হসপিটালে যোগাযোগ করতে বলা হয়। তানিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতন করা হয়। এছাড়াও ওই এলাকার বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।তার পাশাপাশি ঐ এলাকার যে সমস্ত লোক ডেঙ্গুর আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মশারি বিতরণ করা হয়।এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও,হাসনাত আলী, বামনগোলা পঞ্চায়েত সমিতির নারী,শিশু ও ত্রাণ দপ্তরের কর্মাধ্যক্ষ রাজিতা কিস্কু, চাঁদপুর অঞ্চলের প্রধান পাপিয়া ঢালী সরকার সহ গ্রাম পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।
Home রাজ্য উত্তর বাংলা শিলটানী ছোটপাথারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার মানুষসহ বিদ্যালয় এর ছোট ছোট পড়ুয়াদের নিয়ে...