নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এদিন গোটা রাজ্যের পাশাপাশি নদীয়া শান্তিপুর ফুলিয়া বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসলো বামেরা। জানা যায় কেন্দ্রীয় সরকারের নতুন যে বিদ্যুৎ আইন তৈরি করেছে এরই পাশাপাশি স্মার্ট মিটার বাতিল করতে হবে এই দাবিতে তারা আজ অবস্থান বিক্ষোভ করেন। এ বিষয়ে ফুলিয়া এরিয়া কমিটির সম্পাদক অনুপ ঘোষ বলেন স্মার্ট মিটার চালু হলে বেকার হবেন বহু শ্রমিক। যেমন বাড়িতে গিয়ে রিডিং নেন তারা বেকার হয়ে পড়বেন। এছাড়াও বলেন স্মার্ট মিটার চালু হলে টাকা ভরতে হবে আগে। এদিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারকের বিরুদ্ধেও মন্তব্য করতে ছাড়েননি। অনুপবাবু বলেন কেন্দ্রীয় সরকারের মানুষ মরার কলের বিরোধিতা করছেন না রাজ্য সরকার।
Home রাজ্য দক্ষিণ বাংলা নতুন বিদ্যুৎ আইন ও স্মার্ট মিটারের বাতিলের দাবিতে বিক্ষোভ অবস্থান সিপিআইএমের।