দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে শহরের সৌন্দর্যায়নের স্বর্ণ মুকুটে ফের আরেকটি নতুন পালক সংযোজন হতে চলেছে। মূলত, গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্রের উদ্যোগে গঙ্গারামপুর থানার সামনে একটি ফোয়ারার ব্যবস্থা করেছেন। আগামীকাল বুধবার সেটির উদ্বোধন হতে চলেছে। প্রসঙ্গত, পুজোর আগেই গঙ্গারামপুর শহরের বাসিন্দাদের উপহার দিতেই পৌরপিতা প্রশান্ত মিত্রের এই উদ্যোগ। যে খবর শুনতেই শহরের বাসিন্দাদের মধ্যে খুশির আবহাওয়া তৈরী হয়েছে। উল্লেখ্য, বিগত কয়েক বছরে গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র শহরকে সৌন্দর্যায়নের চাদরে মুড়ে চিত্র বদলে ফেলেছেন। এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র জানান, ” গঙ্গারামপুর পৌরসভার তরফে শহরের বাসিন্দাদের পুজোর আগে উপহার দিতে এই প্রয়াস। বরাবরের মতন ফের গঙ্গারামপুর শহরের সৌন্দর্যায়নের স্বর্ণ মুকুটে আরেকটি নতুন পালক সংযোজন হতে চলেছে আমরা গঙ্গারামপুর থানার সামনে একটি ফোয়ারার ব্যবস্থা করেছি যা বুধবার উদ্বোধন হতে চলেছে এবং আগামীতে আরও অনেক কাজ রয়েছে গঙ্গারামপুর শহরকে ঢেলে সাজাতে আমরা গঙ্গারামপুর পৌরসভা কাজ শুরু করেছি”। গঙ্গারামপুর শহরের সৌন্দর্যায়নের স্বর্ণ মুকুটে আরও একবার নতুন পালক সংযোজন হতে চলেছে তা বলাই বাহুল্য।