নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আর হাতে গোনা কয়েকটা দিন ইতমধ্যে দুর্গাপুজোর চূড়ান্ত প্রস্ততি চলছে। এই বছর নদীয়ায় রানাঘাটে দুর্গাপুজোর প্রতিযোগিতা একটু বেশি। দুটি পুজোর যেমন সুবর্ণ জয়ন্তী পাশাপাশি একটি পুজোর 75বছর অন্য গুলি 75 বছর ছুঁই ছুঁই। সুতরাং এই বছর উৎসবে পরিণত হয়েছে শহর। রানাঘাট বীণাপাণি ক্লাব মিশন রোড তাদের সুবর্ণ জয়ন্তী। প্যান্ডেল হচ্ছে দুবাই এর মিরাকেল গার্ডেন। ঠাকুর কুমারটুলির মৃৎ শিল্পীরা করেছেন বাদকুল্লায় তৈরি হয়েছে। প্রতিমার দাম প্রায় দুই লাখের ওপরে। এই প্রসঙ্গে পুজোর সম্পাদক রবীন্দ্র সরকার কি বলছেন । পাশাপাশি রানাঘাট পল্লী পুজো ষষ্ঠীতলার পুজো ৭৭তম বর্ষে পদার্পণ করলো তাদের মণ্ডপ এইবার বাঁশের নানা কাজ দিয়ে তৈরি বসিরহাট থেকে কর্মীরা এসে মণ্ডপ তৈরি করেছেন। প্রতিমা সাবেকি হলেও জোর দেওয়া হয়েছে। বাজেট প্রায় 22থেকে 25 লাখ। এলাকার কাউন্সিলর শেখর মুহুরী এই পুজোর সঙ্গে রয়েছেন ভালো পুজো ও প্রতিযোগিতায় ভালো কিছু করার জন্য বদ্ধপরিকর। পুজোর সম্পাদক মুক্ত দেবনাথ বলেন এইবার পুজো পরিবেশ বান্ধব রাখা হয়েছে। বাঁশ দিয়ে নানা ধরনের কাজ করা হয়েছে। পাশাপাশি দুর্গা প্রতিমার সাজ সজ্জার প্রতি জোর দেওয়া হয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা রানাঘাট বীণাপাণি ক্লাব মিশন রোডে তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের থিম দুবাই এর...