দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই দুর্গাপুজোর প্রাক্কালে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে আজ দুবরাজপুর পৌর এলাকার ১৭ টি দুর্গাপুজো কমিটিকে ৬ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হল। উল্লেখ্য, দুবরাজপুর পৌরসভা এলাকায় প্রায় ৪০ টি দুর্গাপুজো হয়। ইতিমধ্যেই ২২ টি দুর্গাপুজো কমিটি রাজ্য সরকার প্রদত্ত ৭০ হাজার টাকা করে অনুদান পেয়েছে কিন্তু প্রায় ১৭ টি পুজো কমিটি সে সুযোগ পায় না। তাই তাদের ব্যয়ভার কিছুটা লাঘব করার জন্য ৬ হাজার টাকা করে অনুদান প্রদান করা হল দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে। দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, বিগত তিন চার বছর থেকে এই সমস্ত পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেছি। আমরা জানি এত কম টাকায় সেরকম কিছু হবে না। তবুও যদি এই টাকা কিছুটা কাজে লাগে তার জন্যই দেওয়া। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিষ পাত্র, কমলকান্তি দাস, কাউন্সিলার মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সনাতন পাল, সুভাষ মেটে, অর্জুন চৌধুরী, বুল্টি চক্রবর্তী, সাবিনা খাতুন সহ পুজো কমিটির সদস্যরা।