দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ চতুর্থী। একদিন পেরোলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু। আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে আট থেকে আশি। তাই দুর্গা পুজোর প্রাক্কালে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নৃত্য শিল্পী সুরেশ দাসের ঐকান্তিক প্রচেষ্টায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার আদিবাসী অধ্যুষিত এলাকা মাজুরিয়া গ্ৰামে। এই স্বাস্থ্য শিবিরে গ্রামের প্রায় ৩০০ জন মহিলা, পুরুষ ও শিশুদের চিকিৎসা করেন বিশিষ্ট চিকিৎসক সুদীপ চট্টরাজ, চিকিৎসক সমীরণ মণ্ডল, চিকিৎসক দেবলিনা ধর। এই শিবিরে সহযোগী হিসেবে ছিলেন মৌসুমি গড়াই। এই গ্রামে যাঁদের চোখের সমস্যা রয়েছে তাঁদের চক্ষু পরীক্ষাও করা হয়। তাছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। এরকম স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুশি গ্রামের মানুষজন। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। এদিন উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী সুরেশ দাস, দুবরাজপুর পৌরসভার হেড ক্লার্ক সোমনাথ ধর, পৌরকর্মী রাজু ধীবর প্রমুখ। স্বাস্থ্য শিবির সম্পর্কে সুরেশ দাস বলেন, আমরা ব্যানার নিয়ে এই কাজ করিনি। আমরা গরীব ও দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে এই শিবিরের আয়োজন করেছি। কিছু সংস্থা, বন্ধু বান্ধবরা এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি চিকিৎসক সমীরণ মণ্ডল জানান, এই এলাকার মানুষের শরীরে কিছু সমস্যা দেখা দিলে তাঁদের ৭-৮ কিলোমিটার হাসপাতালে যেতে হয়। অনেকে ভাড়ার ভয়ে যেতে চান। তাই আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে তাঁদের পাশে একটু দাঁড়ালাম।