কোলাঘাটের বাড়বড়িশা গ্রামের সার্বজনীন দুর্গোৎসব এই বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ,বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূজা মন্ডপ উদ্বোধন করলেন মৎস্য মন্ত্রী।

0
246

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব,প্রত্যেক বছর এই দিনগুলির অপেক্ষায় থাকে বাঙালি সহ সারাদেশের অবাঙালিরা, আজ অর্থাৎ বুধবার চতুর্থীর দিনে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বাড়বড়িশা গ্রামের সার্বজনীন দুর্গোৎসবের মন্ডপ উদ্বোধন হয়ে গেল বিভিন্ন কর্মসূচি এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে, এই দিন উদ্বোধন করলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, জানা গিয়েছে এই বছর এই পুজো ৫০ তম বর্ষে পদার্পণ করলো, তাই সুবর্ণ জয়ন্তী বর্ষ হিসেবে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে পুজো কমিটির তরফে, এই দিন সকালে এলাকার যুবক যুবতি থেকে শুরু করে কচিকাঁচারদের নিয়ে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়, এই বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা এলাকা পরিক্রমা করে, অবশেষে পুজো মণ্ডপ প্রাঙ্গনে ধুনুচি নাচ এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সমাজসেবী মানুষদের সম্বর্ধনা জানানো হয় পূজো কমিটির তরফে, পরিশেষে ফিতে কেটে পূজো মণ্ডপ শুভ উদ্বোধন করলেন মৎস মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন BDO অর্ঘ ঘোষ সহ এলাকার একাধিক সমাজসেবী সহ পুজো কমিটির সদস্যরা, তবে এই বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে পুজো কমিটির তরফে একাধিক সমাজসেবক মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, পাশাপাশি পুজোর কটা দিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান, সব মিলিয়ে এক কথায় বলা যেতে পারে পূজোর কটা দিন জমজমাট বাড়বড়িশা গ্রাম।