দুর্গা পুজোর সময় যাদের হাতে নতুন বস্ত্র হয় না, তাদের কথা চিন্তা করে এগিয়ে এসেছে রায়ান মদন স্মৃতি গ্রন্থাগার।

0
477

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-দেবী তোমার আগমনের ..
প্রস্তুতি তাই ,
মহেশ তোমায় দিলেন বিদায় ..
মহিষাসুরের নিধন করে ,
চলেই এসো পিত্রালয় …
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব শুরু হয়ে গেছে। ইতি মধ্যে মণ্ডপে মন্ডপে ভিড় করতে শুরু করেছেন উৎসাহী মানুষরা। কিন্তু এই দুর্গা পুজোর সময় যাদের হাতে নতুন বস্ত্র হয় না, তাদের কথা চিন্তা করে এগিয়ে এসেছে রায়ান মদন স্মৃতি গ্রন্থাগার। প্রতিবছরই এই রায়ান মদন স্মৃতি গ্রহণকারীর মূল কর্মকর্তা মানস ভট্টাচার্যের উদ্যোগে প্রায় দেড় হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এবছর এই বস্ত্রদান উপহার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃনমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা গুপ্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা। মূলত মানস ভট্টাচার্যর উদ্যোগে এই বস্ত্র দান উপহার দেওয়া হয় প্রতিটি মানুষের হাতে।