নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- দূর্গা পুজোর দিনগুলিতে ধনলক্ষ্মীর আরাধনা মেতে উঠছে একটি পুরো গ্রামের মানুষ। বিগত ৮০ বছরের বেশি সময় ধরে একইভাবে এই পুজো একটি উৎসবের রূপ নেয় প্রতিবার। যা অব্যাহত এবারও।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা শরনগাও এলাকার বাসিন্দারা এই লক্ষ্মীকেই দেবী দূর্গার রূপ বলে মনে করেন। কথিত আছে, এই গ্রামটিতে একসময় অত্যন্ত দুস্থ মানুষজন থাকতেন পরিবার নিয়ে। সেই অবস্থা থেকে পরিত্রান পেতে ধনলক্ষ্মীর আরাধনা করাকেই শ্রেয় বলে মনে করেছিলেন তারা। তবে দূর্গা পুজোর সময়কেই তারা বেছে নিয়েছিলেন উপযুক্ত দিন হিসেবে। পঞ্চমীর দিন থেকে এই পুজো শুরু হয় ঘট বসানোর মাধ্যমে। চলে দশমী অবধি। এই পুজোকে কেন্দ্র করে তিনদিন ধরে চলে যাত্রাপালা, লক্ষ্মীমঙ্গল গান। বসে বিরাট মেলা। যেখানে সামিল থাকে গ্রামের সাড়ে তিনশো পরিবার।
গ্রামবাসী সাধন মহন্ত, উত্তম বর্মন বলেন, মূলত ধনলক্ষ্মীর পুজো এটি। পাঁচদিন ধরে সকাল সন্ধ্যা এই পুজো চলে। তবে ধনলক্ষ্মীর পাশে রাম-সীতা, লব-কুশ এবং হনুমানের মূর্তি থাকে। তবে কেন তা সঠিক জানা নেই গ্রামবাসীদের। প্রথা হিসেবেই এটি চলে আসছে। দূর্গা পুজো মানেই তাদের কাছে এই উৎসব। পাশের গ্রাম দূর্গা পুজো হলেও তাদের গ্রামের এই পুজোটি বিশেষ আকর্ষণে থাকে মানুষের কাছে। যা আজও অটুট।